খুলনায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সারাদেশ ও খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির, বেশ কিছু দোকান, সংখ্যালঘুদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সানাতনীরা।
রবিবার ২২ আগষ্ট সকালে রাঙ্গামাটি পৌরসভা থেকে রাঙ্গামাটির বেশ কিছু সানতানী সংগঠন বিক্ষোভ মিছিলটি বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।

রাঙ্গামাটি সনাতন যুব পরিষদের সাবেক সভাপতি জগন্নাথ ভদ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে, জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক টুটুল দে, রাঙ্গামাটি গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা, সনাতন যুব পরিষদ শহর কমিটির সভাপতি উজ্জল চৌধুরী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাঙ্গামাটি শাখার সভাপতি সুজন দে, রাঙ্গামাটি রাধা রাস বিহারী মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারীসহ রাঙ্গামাটির বিভিন্ন সনাতনী সংগঠন ও মঠ-মন্দিরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও একের পর এক সাম্প্রদায়িক হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এই সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের উপর নির্ভর করলেও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কোন ব্যবস্থা গ্রহণ করছে না। দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে, স্বাধীনতার পর থেকে কোন সাম্প্রদায়িক হামলার বিচার হতে দেখিনি আমরা, যার কারণেই দেশে এই ধরণের হামলা ঘটেই চলেছে। এই ধরণের সাম্প্রদায়িক হামলা বন্ধ ও রুপসায় ঘটনাসহ সকল সাস্প্রদায়িক হামলার তদন্ত পূর্বক চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।