রাজস্থলীতে জেলা পরিষদের নির্মিত দুটি রাস্তা ভাগ্য খুলে দিয়েছে শত শত পরিবারের

রাঙ্গামাটি

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে পার্বত্য জেলা পরিষদের নির্মিত দুটি রাস্তায় পাড়াবাসীর ভাগ্য খুলে দিয়েছে। দৈনিক চলাচল করতে পারছে শত শত পরিবারের লোকজন। এলাকাবাসীর সূত্রে জানা যায় ২০২০-২০২১ অর্থবছরের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ও রাঙ্গামাটি জেলা পরিষদের বাস্তবায়নের নির্মিত পাইন্দং পাড়া হইতে শ্মশানঘাট যাত্রী ছাউনী তুরগুপাড়া পর্যন্ত রাস্তার উন্নয়ন ও ইসলামপুর বালুমুড়া রাস্তা থেকে কেচি পাড়া হয়ে কমলছড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মাটি কেটে বেশ চওরা করে আরসিসি ঢালাই করে রাস্তা নির্মাণ করে দেওয়ায় ৭-৮টি পাড়ার শতশত পরিবার খুশি।

বালুমুড়া পাড়ার কৃষক অংসাইনু মারমা(৪৫) বলেন আমরা দীর্ঘ বছর ধরে পাড়া থেকে উপজেলা সদর, চন্দ্রঘোনা ও চট্টগ্রামে বিশেষ কাজসহ অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে পাড়া থেকে পায়ে হেঁটে ৫ নাম্বার ইসলামপুর বাজারে গিয়ে গাড়ীর দেখা মিলত। বিশেষ করে রাস্তাাগুলো ছিল ছোট।

বর্তমান সরকারের আমলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিশেষ উদ্যোগে মাটি কেটে রাস্তাাগুলো চওরা করায় এবং উঁচু উঁচু পাহাড় গুলো কেটে ফেলায় দৈনিক চলাচলের অনেকটা সুবিধা বেড়েছে। পাইন্দং পাড়া কারবারি মংসাক্যই মারমা বলেন পাড়ার মানুষ এখন খুব খুশি আমাদের পাড়াটিতে দুই দিক থেকেই পাড়ার লোক জন আশা যাওয়া করতে পারছে। আমাদের পাড়ায় সহ আশপাশের পাড়ার স্কুল ও কলেজ গামী শিক্ষার্থীরা দৈনিক বাড়ী থেকে আশা যাওয়া করে লেখাপড়ার সুফল ভোগ করতে পারছে। গত দুই বছর আগে এমন সুফল ভোগ থেকে বঞ্চিত ছিল শত শত শিক্ষার্থী। শুধু তাই নয় পাড়া গুলোর কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য গুলোর সঠিক সময়ে পরিবহন করতে পেরে না পেরে কাঁচা মালের নায্য মুল্য পাওয়া থেকে বঞ্চিত ছিল ।

চিতাখোলা থেকে পাইন্দং পাড়ার যাতায়াত মাটির কাঁচা রাস্তটিও আরসিসি করা হলে এলাবাসী আরো উপকৃত হবে বলে মনে করেন তিনি। মাহিন্দ্র চালক নুরুল আলম বলেন দীর্ঘ বছর পর বালুমুড়া থেকে পাইন্দং পাড়া এবং বালুমুড়া মারমা পাড়া যাত্রী ছাউনী পর্যন্ত গত দুই বছর ধরে অনেক শান্তিতে রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাতে পারছি। এতে করে পাড়াবাসী উপকৃত হচ্ছে।
রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন রাজস্থলী উপজেলার আনাচে কানাচে মে সমস্ত উন্নয়ন হয়েছে তা একমাত্র বর্তমান সরকারের আমলে হয়েছে। তবে রাজস্থলী প্রধান সড়ক হইতে পাইন্দং পাড়া ও বালুমুড়া হইতে কেচিপাড়া ও কমলছড়ি এবং রাবার বাগান হয়ে পাইদং পাড়া রাস্তাগুলোর মাটি কেটে বড় পরিসরে চওরা করায় পাড়াবাসীর চলাচলের সুবিধা বিদ্ধি পেয়েছে। এসব এলাকার রাস্তাগুলো ছিল কোন রকম পায়ে হেঁটে মানুষ চলাচল করতে পারতো।

বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য ও পাচ্ছে কৃষকরা। দুইটি পাড়ায় দুই টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়–য়া শিক্ষার্থীরা গাইন্দ্যা,বাঙ্গালহালিয়া, রাজস্থলী, ইসলামপুর বিদ্যালয় গুলোতে পড়া লেখার সুযোগ ভোগ করতে পারছে। রাস্তাগুলো নির্মান করে দেওয়ায় পাড়াবাসীর পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য জননেতা দীপংকর তালুকদার এমপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাস্তাটি নির্মান কাজে টিকাদার ছিলেন লিটন এন্টারপ্রাইজ।