ট্রাইবেকারে চাঁদপুরকে হারিয়ে সেমিফাইনালে রাঙ্গামাটি

খেলাধুলা রাঙ্গামাটি

॥ ক্রীড়া প্রতিবেদক ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলায় সেমিফাইনে রাঙ্গামাটি। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় কোয়াটার ফাইনালে শক্তিশালী চাঁদপুরকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত জয় ছিনিয়ে নেয়। এই জয়ের সুবাদে সেমিফাইনে পা রাখলো রাঙ্গামাটি জেলা দল।

গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে নির্ধারতি সময়ে উভয় দল ২-২ গোলে ড্র করে। রাঙ্গামাটি জেলার পক্ষে গোল দুটি করেন অধিনায়ক ইমন জ্যোতি চাকমা ও রোহান মল্লিক।

নির্ধারিত খেলা শেষে টাইব্রেকারে ৪-২ গোলে চাঁদপুরকে পরাজিত করে সেমিতে উঠলো রাঙ্গামাটি। আগামী ২৩ আগস্ট (রবিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে রাঙ্গামাটি অনুর্ধ জেলা দল।

এদিকে রাঙ্গামাটি বঙ্গমাতা বালিকা দলের পরাজয়কে মেনে নিতে পারছে না কেউ। কাউখালী উপজেলা দলের হয়ে খেলা ৬ নারী খাগড়াছড়ি অনুর্ধ ১৭ দলে কিভাবে খেললো তা নিয়ে জল্পনা কল্পনা