রাজমনি পাড়া সীবলী বন বিহারের উদ্বোধন

রাঙ্গামাটি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছে —– নিখিল কুমার চাকমা

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে যোগাযোগ, কৃষি ও ভৌত অবকামাঠামো উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তাই পাহাড়ের সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুশাসন পালনে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে উন্নয়ন বোর্ড। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছে বলে মন্তব্য করেন।
২০ আগষ্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙ্গামাটি শহরের রাজমনি পাড়া সীবলী বন বিহারের উদ্বোধন করলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ কথা বলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়–য়া, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার রবি মোহন চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি যুব লাল চাকমা সহ পুজনীয় ভিক্ষু সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যায়ে রাঙ্গামাটি সদর উপজেলার রাজমুনি পাড়ায় সিবলী বৌদ্ধ বিহারের এক তলা ভবন ও বাউন্ডারী ওয়াল সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করা হয়।