বান্দরবানে সিডিসি এর উদ্যোগে সেলাই মেশিন, শিক্ষার্থীদের এসাইন্টমেন্ট খাতা এবং স্বাস্থ্য সামগ্রী বিতরন

বান্দরবান

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥

পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভাল্পমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে নিবন্ধীত শিশুদের অভিভাবকদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের এসাইন্টমেন্ট খাতা এবং স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা শিশু উন্নয়ন প্রকল্প এর অফিসে কমিউনিটি ডেভাল্পমেন্ট কনর্সান (সিডিসি) এর বাস্তবায়নে নিবন্ধীত ৩০৩জন শিশুদের জনপ্রতি ৮০পিচ এসাইন্টমেন্ট খাতা, ৫টি মাস্ক ও ২টি করে সাবান বিতরণ করা হয়। এসময় উপকারভোগী পরিবারে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১০জন সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীকে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহযোগি সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ফেসিলিটেটর লুক ব্রাইটুয়েল কক্সি, সভাপতি পাকসিম বি.তেøাং, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কমিউনিটি ডেভাল্পমেন্ট কনর্সান (সিডিসি) এর র্নিবাহী পরিচালক জার্মান সাইলুক, প্রকল্প ব্যবস্থাপক লালরিনসাং বম (লালরিন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
কমিউনিটি ডেভাল্পমেন্ট কনর্সান (সিডিসি) এর প্রকল্প ব্যবস্থাপক লালরিনসাং বম (লালরিন) জানান, জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৬মাস দক্ষ প্রশিক্ষক এর মাধ্যমে উপকারভোগী অভিভাবকদের সেলাই প্রশিক্ষণ দেয়া হয় বান্দরবান প্রকল্পের অফিস প্রাঙ্গনে, আর প্রশিক্ষণ শেষে ১০জনকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। প্রকল্প ব্যবস্থাপক লালরিনসাং বম (লালরিন) আরো জানান, বর্তমানে আরো নতুন ১০জন উপকারভোগীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে, পাশাপাশি অভিভাবক এবং শিশুদেরকে কোভিট-১৯ এ স্বাস্থ্যব্যধি মেনে চলা, শিশু নির্যাতন এবং স্কুল বন্ধ থাকলেও রীতিমত বাড়িতে পড়াশুনা চালিয়ে যাবার জন্য বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।