ঢাকা থেকে বেড়াতে এসে নানিয়ারচর চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচরের বুড়িঘাটে কাপ্তাই লেকের শাখা চেঙ্গি নদীতে ডুবে শর্মী আক্তার নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সুদুর ঢাকা হতে তিন দিন আগে তার মায়ের সঙ্গে নানিয়ারচর বুড়িঘাট খালার বাড়িতে বেড়াতে এসেছিল মৃত মোঃ শরীফ মিয়ার মেয়ে শর্মি আক্তার (১০)। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে খালাতো ভাই ও বোনরা মিলে একসাথে গোসল করতে গিয়ে পানির খাদের মধ্যে পড়ে যায় শর্মীসহ তার দুই বান্ধবী। সাঁতার না জানায় ডুবন্ত অবস্থায় পরে থাকে শর্মী। পরে স্থানীয়রা তাদের খালের কুলে তুললে শর্মীকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের চেঙ্গি নদীতে ডুবে শর্মী আক্তার নামে ১০ বছরের এক শিশু ঘটস্থলে মারা যায় বিষয়টির সত্যতা পাওয়া গিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।