॥ নিজস্ব প্রতিবেদক ॥
পাহাড়ে সক্রিয় আবারো সক্রিয় হয়ে উঠেছে আঞ্চলিক দল গুলো। এবার আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) নামে অটোরিক্সা চালকদের কাছে স্বশরীরে হাজির হয়ে চাঁদা দাবী করেছেন। নির্ধারিত চাঁদা পরিশোধ না করলে ব্রাশ ফায়ারের মাধ্যমে হত্যার হুমকী প্রদর্শন করেছেন আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সদস্যরা।
গত ১৮ আগষ্ট রাঙ্গামাটি কোতয়ালী থানায় অটোরিক্সা চালক সমিতির পক্ষ থেকে রাঙ্গামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়। কোতয়ালী থানার সাধারণ ডায়েরি নাম্বার ৯৩৩,তারিখ ১৮ আগষ্ট ২০২১ইং।
সমিতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি যুগ্ন সম্পাদক মোঃ হেলাল হোসেন সুমন বাদি হয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি অভিযোগটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমরা অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর রাখছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লিখিত অভিযোগে বলা হয়, চলতি বছরের ১২ই আগষ্ট বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় অবস্থানরত অটোরিক্সা চালকদের কাছে তিনজন চাকমা যুবক এসে অটোচালক সমিতির অর্থ সম্পাদক সম্ভু কুমার গুপ্তকে তারা আটক করে। এ সময় সম্ভু কুমার গুপ্তকে অটো চালকদের পক্ষ থেকে নির্ধারিত চাঁদা দেওয়ার জন্য জেএসএস এর এক নেতার মোবাইল নাম্বার (০১৭৭১৩১৬৪১৬)দিয়ে উক্ত নাম্বারে অটোরিক্সা সমিতির সভাপতিতে কথা বলার জন্য বলে যায়।
অন্যথায় ১৩ই আগষ্ট থেকে রাঙ্গামাটির আসামবস্তি টু কাপ্তাই সড়কে সিএনজি অটোরিক্সা চালাতে দেওয়া হবেনা এবং চালালে ভয়াবহ পরিণতি হবে সাশিয়ে যায়। বিয়ষটি সেসময় মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন অটোরিক্সা চালক সমিতির নেতৃবৃন্দ।
অভিযোগে আরো বলা হয় এই ঘটনার পর নির্ধারিত চাঁদা না পেয়ে গত ১৭ই আগষ্ট মঙ্গলবার রাতে সেই অটো চালক সম্ভু কুমার গুপ্তের ব্যক্তিগত নাম্বারে সেই নাম্বারটি(০১৭৭১৩১৬৪১৬) থেকে কল করে জেএসএস এর পরিচয় দিয়ে রাঙ্গামাটি সদরের আসামবস্তি থেকে কাপ্তাই সড়কে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির অধীনস্থ অটোরিক্সাগুলোর চলাচল বন্ধ রাখতে বলে দেওয়া হয়।
চাকমা যুবকদের গতিবিধিসহ মোবাইল কলের বিষয়টি নিয়ে প্রশাসনকে জানালে ব্রাশ ফায়ার করে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেছেন অটো চালক সমিতির নেতা ও অভিযোগকারি হেলাল হোসেন সুমন।