রাঙ্গামাটিতে বিএফডিসির অভিযান মাছ জব্ধ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে বিএফডিসির অভিযান অব্যাহত রয়েছে। বুধবার সকালে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার থেকে ২৩ কেজি চিংড়ি ও বিপুল পরিমান মিশালী মাছ জব্দ করে বাজার মনিটরিং টিম। এ সময় রাঙ্গামাটি নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জব্ধকৃত মাছ গুলো রাঙ্গামাটি বিএফডিসি কার্যালয়ে নিলামে বিক্রি করে দিয়ে রাজস্ব সরকারী কোষাগারে প্রদান করেছে বলে নিয়েছে বিএফডিসি সুত্র।
বাজার মনিটরিং টিমের সদস্যা জানান, বিএফডিসি রাঙ্গামাটি ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম স্যারের সার্বিক দিক-নির্দেশনায় আজ সকালে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালায় মিটের সদস্যরা। এ সময় কাইন্দার মুখ এলাকা থেকে বস্তা ভর্তি চিংড়ী ও মিশালী মাছ আসার খবর পেয়ে নির্দিষ্ট স্থানে গেলে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরিত্যক্ত অবস্থায় পাওয়া মাছ গুলো বিএফডিসি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিএফডিসি কার্যালয়ে উন্মুক্ত ভাবে নিলাম প্রদান করা হয়।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি না পাওয়ায় মাছধরা বন্ধকালীন সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।