মসজিদের ইমামের পরিবারসহ সড়ক দুর্ঘটনায় নানিয়ারচর ইউএনওর মানবিক সহায়তা

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ১৬ ই আগষ্ট রবিবার দুপুরে স্থানীয় এক জামে মসজিদের ইমাম মোঃ- হাসানুর রহমান পারিবারিক কাজে রাঙ্গামাটি সদরে রওনা হলে (খাগড়াছড়ি -রাঙ্গামাটি) সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তাৎক্ষণিকভাবে সেই ইমামসহ তার শিশু ও সহধর্মিণী গুরুতর আহত হলে তাদের রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ৭১ টিভি নানিয়ারচর সংবাদদাতা মেহেরাজ হোসেন সুজন থেকে বিষটি জানতে পেরে আবেদন ও তদারকি সাপেক্ষে বুধবার সকালে নিজ কার্যালয়ে আহতের নিকটতম বন্ধুর হাতে ১০ হাজার টাকা তুলে দেন নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি।
এসময় অসুস্থ জনিত কারনে আবেদনের প্রেক্ষিতে আরো ২ ব্যাক্তিকে তদারকি সাপেক্ষে নগদ ৫’হাজার করে ১০’হাজার সহ মোট ২০’হাজার টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি নানিয়ারচর উপজেলার দায়িত্বরত অবস্থায় পাহাড়ি বাঙালি সকল সম্প্রাদায়ের মাঝে হত দরিদ্র, চিকিৎসাজনিত কারনেসহ বিভিন্নভাবে মানবিক সহায়তার হাত বারিয়ে দিচ্ছেন।