বিভাগীয় পর্যায়ে রাঙ্গামাটির বালিকা দলের ঐতিহ্য ধরে রাখতে পারেনি ফুটবলাররা জিতেছে বালকরা

খেলাধুলা রাঙ্গামাটি

॥ ক্রীড়া প্রতিবেদক ॥

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ দল ৩-১ গোলে খাগড়াছড়ি দলকে পরাজিত করে তাদের ধারবাহিকতা ধরে রাখলেও বঙ্গমাতা মহিলা দরের ফুটবলাররা রাঙ্গামাটির ঐতিহ্য ধরে রাখতে পারেনি। তারা খাগড়াছড়ি জেলা দলের কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
গত ১৭ আগস্ট সকালে এমএ আজিজ স্টেডিয়ামে মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ বছরের বালক বালিকাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।
রাঙ্গামাটি জেলা দলের সাথে ম্যানেজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, কোচ জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাম সাবেক ফুটবলার প্রদীপ বড়ুয়া ও অফিসিয়াল আব্দুল করিম লালু দায়িত্ব পালন করছেন।
গতকাল উদ্বোধনী ম্যাচে বুধবার বঙ্গবন্ধু ফুটবলে বালকদের খেলায় রাঙ্গামাটি ৩-১ গোলে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে শুভসুচনা করেছে। দলের পক্ষে থোয়াইনু মারমা ২টি এবং দলের অধিনায়ক ইমন জ্যেতি চাকমা ১টি গোল করেন। আগামী ২২ আগস্ট কোয়ার্টার ফাইনালে চাঁদপুর জেলার সাথে মুখোমুখি হবে।
অপরদিকে, বঙ্গমাতা বালিকাদের খেলায় রাঙ্গামাটির বালিকারা তাদের পুরনো গৌরব ধরে রাখতে পারেনি। তারা খাগড়াছড়ি জেলা দলের কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়ে রাঙ্গামাটি জেলার পুরো গৌরবে পানি ঢেলে দিয়েছে।
এদিকে রাঙ্গামাটি জেলা টিমের কয়েকজন অভিযোগ করে বলেন, রাঙ্গামাটি জেলার মহিলা ফুটবল দলের একটি সুনাম রয়েছে। তারা বঙ্গমাতা গোল্ডকাপ জয় লাভ করে রাঙ্গামাটির সুনাম অনেক উপরে তুলে দেয়। তার জন্য কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের অবদান অনেক বেশী রয়েছে। কিন্তু এবারের টুর্নামেন্টে কাউখালী উপজেলার প্রথম সারির কয়েকজন ফুটবলার রাঙ্গামাটির হয়ে না গেলে খাগড়াছড়ির হয়ে খেলায় রাঙ্গামাটি জেলা দলের এই পরাজিত করে।