বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষকী উপলক্ষে রাঙ্গামাটির সবচেয়ে উচু ফুরোমন পাহাড়ে শত বৃক্ষরোপণ

রাঙ্গামাটি

ফুরোমন পাহাড়কে দৃষ্টি নন্দন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হবে —–মোহাম্মদ মিজানুর রহমান

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির সবচেয়ে উঁচু পাহাড় ফুরোমন পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের ফুরোমন পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙ্গামাটি জেলাপ্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত শত বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা, বিপাশ খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির সবচেয়ে বড় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের উচু পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।
তিনি বৃক্ষ রোপণের পাশাপাশি পর্যটন সম্ভাবনাময় এলাকা ফুরোমন পাহাড়কে দৃষ্টি নন্দন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ ফুরোমন পাহাড়ে ১শত বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেন।