৫৭জন পেল ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্টিত হয়েছে। বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে এই ইমাম সম্মেলন অনুষ্টিত হয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) এসময় সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ, ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ আবু তালেব, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহসহ ৭উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
ইমাম সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের আরো দায়িত্বশীল হওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে ৫৬০টি মডেল মসজিদের নির্মাণের সাফল্য, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ এবং করোনার টিকা গ্রহণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে ইমামদের আরো এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
সম্মেলনের শেষ পর্যায়ে জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের এর ৫৭জন সদস্যকে ৪ হাজার টাকা করে মোট ২লক্ষ ২৮ হাজার টাকার আর্থিক সাহায্য এর চেক বিতরণ করা হয়। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।