বাঘাইছড়ির মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নিখিল কুমার চাকমা

রাঙ্গামাটি রাজনীতি

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেছেন নব নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। গতকাল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে বৌদ্ধ ধর্মালম্বীদের উপাসনালয় খেদারমারা ভাবনা কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে চেয়ারম্যান এই সকল উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
দায়িত্ব গ্রহণের পর বাঘাইছড়িতে এটিই তার প্রথম সফর হওয়ায় বাঘাইছড়িতে উপজেলায় পৌছালে উপজেলাবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পরে দুরছড়ি বাজার থেকে সড়ক পথে খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান নিখিল কুমার চাকমা।
এ সময় ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যগণ আবারো নিখিল কুমার চাকমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ভাবনা কেন্দ্রের ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের সাথে সাক্ষাৎ করেন এবং ভান্তের দেশনা ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভায় যোগদান করেন।
আলোচনা সভায় ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের অনুরোধে দুরছড়ি বাজার থেকে ভাবনা কেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক তৈরি ও দুরছড়ি বাজারের প্রবেশ পথে জরাজীর্ণ সেতুটি নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
জগাসিদ্ধি ভান্তের সাথে সাক্ষাৎ করেন নিখিল কুমার চাকমা এছাড়াও দুরছড়ি বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারে স্থানীয় নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
এতে পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি আনোয়ার হোসেন খান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন উপস্থিত ছিলেন।
উনার সফর সঙ্গী হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন।
এরপর তিনি খেদারমারা ভাবনা কেন্দ্রের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগীতা দানের আশ্বাস দেন এবংজনস্বার্থে সার্বিক কর্মকান্ডে আন্তরিকতার সহিত প্রয়োজনীয় ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে খেদারমারা ইউপি আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক মতবিনিময় সভায় দূরছড়ি বাজারে যাতায়াতের ব্রীজ ও সড়কটি নির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং করোনা ও ডেঙ্গু রোধে সরকারী নির্দেশনা ও স্বাস্হ্যবিধি মানার উপর গুরুত্বারোপ সহ দেশের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরে আমতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সেতু পরিদর্শন সহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে নৌপথে লংগদু উপজেলার উদ্দেশ্য রওনা করেন। সেখানে ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ৩৪৪ মিটার দীর্ঘ সেতু পরিদর্শনের কথা রয়েছে।