দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন

রাঙ্গামাটি রাজনীতি

।। নিজস্ব প্রতিবেদক ।।

২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামাতের যোগসাজশে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় ৫শতাধিক স্থানে ঘৃন্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচী পালন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। এসময় কালো পতাকা উত্তোলন, নিরবতা পালন ও আলোচনা সভা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালো পতাকা প্রদর্শন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ছাত্রলীগের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি কলিম উদ্দিন, শিমুল দাশ, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন রিমন বাবু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক অনুমং চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার, ক্রিড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু, সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা রেশমি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতের আশ্রয়ে সেদিন সিরিজ বোমার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিলো। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না। আর বর্তমানে মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করছে আওয়ামীলীগ সরকার। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জনগণ নির্বিঘ্নে জীবন যাপন করছে। তাই হামলাকারী পলাতক জঙ্গিদের ও এই হামলায মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং আর যেন এই ঘটনের কোন হামলার ঘটনা না হয় সে বিষয়ে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান বক্তারা।