শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্যাঞ্চলে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে —– ওবায়দুল কাদের

রাঙ্গামাটি রাজনীতি

॥ নন্দন দেবনাথ ॥

শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্যাঞ্চলে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামীলীগে সরকারের দীর্ঘ ১২ বছরে পার্বত্য অঞ্চলের যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে তা অতীতের কোন সরকারের আমলে হয়নি। তিন পার্বত্য জেলায় সড়ক যোগাযোগ, বিদ্যুতায়ন, কৃষি সহ সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন গুলোর কারণে পার্বত্য অঞ্চলের জীবনমানেরও পরিবর্তন আসে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

গতকাল রবিবার জাতীয় শোক দিবসের রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নেতাদের সঙ্গে জুম মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৯৭ সালে আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন করেছে। শান্তি প্রতিটি ধারা আওয়ামীলীগ সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ে যে শান্তির সুবাতাস বইছে তা বিনষ্ট করতে বিএনপি জামায়াত গোষ্ঠী উঠে পড়ে লগেছে। বিএনপিই হচ্ছে পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্টের মুল কারণ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে পূর্বশর্ত হচ্ছে শান্তি। পাহাড়ে শান্তি বজায় থাকলে উন্নয়ন খুব সহজেই ত্বরান্বিত হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িত চেতার সংগঠন আওয়ামীলীগ সরকারের ১২ বছর আগে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের অবস্থা কেমন ছিলো আপনারা সকলেই জানেন। কিন্তু দীর্ঘ ১২ বছর পর আজ কেমন উন্নয়ন হয়েছে তা পার্বত্যবাসী চোখে দেখছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সীমান্ত সড়ক গুলোর উন্নয়ন কাজ চলমান রয়েছে। সড়ক গুলোর উন্নয়ন হলে পার্বত্য দুর্গম এলাকার মানুষ তাদের কৃষিজাত পণ্য সামগ্রী সহজেই বাজার জাত করতে পারবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে এখনো অনেকগুলো বেইলি ব্রিজ রয়েছে যে গুলোর অনেক সমস্যা রয়েছে। তা আগামী কিছু দিনের মধ্যে সেগুলো অচিরেই দূর হয়ে যাবে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা গুলোতে যেখানে বিদ্যুতের সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়নি সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়ন করার কাজ চলমান রয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চল গুলোতে কৃষির নির্ভরশীল। কৃষির মাধ্যমে পাহাড়ের অনাবাদী জমি গুলোকে আবাদের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা হবে।

জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় এসময় পার্বত্য চটগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন, দপ্তর সম্পাদক রফিক আহম্মেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ উদ্দীন সহ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতারা জুম মিটিংয়ে অংশ নেন।