রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে রাবিপ্রবি অস্থায়ী প্রধান কার্যালয় ও স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ৯টায় ভেদভেদিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাসে “বঙ্গবন্ধু ম্যুরাল” এ পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় ঝগড়াবিলস্থ দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।