॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি সদর উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতির জনকের আত্মার শান্তি ও তার পরিবারের প্রয়াত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে দোয়া কামনা করা হয়।
আলোচনা সভা ও দোয়া মহফিলে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙ্গামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ^র চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও তথ্য আপা সহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
#