॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় শোক দিবসে রাঙ্গামাটির বিভিন্ন শিশু পরিবার ও এতিমখাানার এতিম শিশুদের মুখে খাবার তুলে দিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ১৫ আগষ্ট রবিবার রাঙ্গামাটি শিশু পরিবার, মনোঘর শিশু সদন, ও এতিমখানায় শিশুদের মুখে খাবার তুলে দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য ঝর্ণা খীসা রাঙ্গামাটি সমাজ সেবার উপ-পরিচালক ওমর ফারুক, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, মনোঘর শিশু পরিবারের পরিচালনা কমিটির সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস ও জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে শিশুদের মুখে খাবার তুলে দিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ দুুপুরে রাঙ্গামাটি শিশু পরিবার, মনোঘর শিশু সদন, রিজার্ভমুখ এতিমখানা, আসামবস্তী এতিমখানায় গিয়ে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
জাতীয় শোক দিবসে উন্নতমানের খাবার পেয়ে শিশুরা অত্যন্ত খুশী।