রাঙ্গামাটিতে অতিরিক্ত কৃষি সচিবের সফর কৃষি প্রদর্শণী প্লট পরিদর্শন ও কৃষকদের মাঝে ফলজ চারা ও কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনু বিভাগ) ড. মো. আব্দুর রৌফ রাঙ্গামাটির বিভিন্ন কৃষি প্লট পরিদর্শণ করে কৃষাণ/কৃষাণির মাঝে কলম চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছেন।

তিনি শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি কৃষি বিভাগ’র স্থাপিত কৃষি প্রদর্শণী প্লট পরিদর্শনকালে বিভিন্ন ফলজ কলম চারা ও কৃষি উপকরণ বিভিন্ন এলাকার কৃষাণ/কৃষাণির মাঝে কফি, কাজু বাদাম, লেবু বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পর পরিচালক ড. মেহেদী মাসুদ, কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণপদ মল্লিক, কাপ্তাই হর্টিকালচার সেন্টার’র উদ্যোনতত্ববিদ (অ:দা:) নাসিম হায়দার, কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল ইসলামসহ উপসহকারী উদ্যোন কর্মকর্তা-উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

স্থানীয়ভাবে স্থাপিত কৃষি প্রদর্শণী প্লট পরিদর্শণ ও কৃষাণ/কৃষাণির মাঝে কলম চারা বিতরণ কালে অতিরিক্ত কৃষি সচিব ড. মো. আব্দুর রৌফ বলেন, ‘‘বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক কৃষকদের প্রতি খুবই আন্তরিক। কৃষি বিভাগের মাধ্যমে পার্বত্যাঞ্চলের কৃষির উন্নয়নে কৃষাণ/কৃষাণিদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। কৃষি বিভাগ এখন শতভাগ কৃষক বান্ধব।’’