॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগ।
১৪ আগষ্ট শনিবার দুপুরে উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে এসব খাদ্য সহায়তা প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, এসময় বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী সুগত চাকমা উপস্থিত ছিলেন।
আবাসিক প্রৌকশলী সুগত চাকমা বলেন জাতীর শ্রেষ্ট সন্তান স্বাধীনতার মহান স্থপতি মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শোক সমবেদনা ও সম্মান জানিয়ে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের এই ক্ষুদ্র প্রয়াশ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ পাহাড়ি এবং বাঙালী অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
#