॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্বরণীয় করে রাখতে রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের যুব সমাজের আয়োজনে সপ্তাহব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুড়িঘাট দক্ষিণ আমলকী পাড়া একাদশ ও বুড়িঘাট উত্তর আমলকী পাড়া একাদশের মধ্যকার খেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বুড়িঘাট দক্ষিণ আমলকী পাড়া একাদশ।
১৩ ই আগষ্ট শুক্রবার ঐতিহ্যবাহী এই ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও মোঃ মঈনুল হক, ইউপি সদস্য মোঃ শফিউল আলম ও নেকজান বেগম। পল্লি চিকিৎসক মোঃ কবির হোসেন সহ গম্যমান্য ব্যাক্তিবর্গ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলায় কাবাডি খেলায় ৪ গ্রুপে ইউনিয়নের মোট ১৬ টি দল অংশ গ্রহন করেছে।
#