॥ নিজস্ব প্রতিবেদক ॥
সারাদেশের বাংলাদেশ বেতারের সাংবাদাতাদের মতামতের ভিত্তিতে “বাংলাদেশ বেতার সংবাদদাতা সমিতি” এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমানকে আহবায়ক ও রাঙ্গামাটি জেলা প্রতিনিধি নন্দন দেবনাথকে সদস্য সচিব ও নরসিংদী জেলা প্রতিনিধি কাজী আনোয়ার কামাল এবং ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আবু তোরাব মানিক এই দুজনকে যুগ্ন আহবায়ক করে এবং দেশের ১৩ টি কেন্দ্র থেকে একজন করে মোট ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন, সিলেট জেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ, মেহেরপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, কুমিল্লা জেলা প্রতিনিধি অশোক কুমার বড়–য়া, ঢাকা কেন্দ্র অফিস প্রতিনিধি আসিফ ইকবাল, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ফজলুল হক, কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শহিদুল হুদা অলক, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন রশীদ চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমান, এবং বাউফল জেলা প্রতিনিধি সোহরাব হোসেন।
#