। নানিয়ারচর প্রতিনিধি।
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার মোটর সাইকেল এর ধাক্কায় পথচারী এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় ইসলামপুর গ্রামে এমদাদুল হকের মেয়ে রুবিয়া আক্তার নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতী নারীর মৃত্যু ঘটেছে। স্থানীয়রা জানান, রুবিয়া আক্তার মানসিক রোগী হওয়ায় রাস্তার এপার ওপার করে হাটতেছিল, মোটর সাইকেল চালক তখন গাড়ির গতি রোধের চেষ্টা করলে গাড়ির ধাক্কায় চালক সহ পথচারী রুবিয়া সড়কে পড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, বৃহস্প্রতিবার দুপুরের দিকে বৌ বাজার এলাকার সড়কে হাটার পথে জৈনিক এক মোটরসাইকেল চালকের চলন্ত গাড়িতে ধাক্কা লেগে রাস্তায় পরে সড়কে পড়ে যায় রুবিয়া,পরে স্থানীয়রা তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মাথায় আঘাতের ফলে সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ-সাব্বির রহমান জানান, (নানিয়ারচর – রাঙ্গামাটি) সড়কে দুপুরে একটি দূর্ঘটনার বিষয়ে জানতে পারি এবং আহত ব্যাক্তি চিকিৎসারত অবস্থায় আজ সন্ধ্যা ০৭ টার দিকে মারা যায় বলে শুনেছি। তবে নানিয়ারচর থানায় এ বিষয়ে কনো অভিযোগ আসেনি।