॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশের চলমান করোনা পরিস্থিতিতে রাঙ্গামাটির অসচ্ছল জনগনের পাশে দাঁড়িযেছে সেনাবাহিনীর সদস্যরা। তেমনি নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ অসচ্ছল হয়ে পড়েছে। নানিয়ারচর জোনের পক্ষ থেকে অস্বচ্ছল জনগনের কথা চিন্তা করে সব সময় সেনাবাহিনী তাদের পাশে রয়েছে। স্থানীয় অস্বচ্ছল জনগনের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেয়ার কাজ হাতে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিন গুলোতেও উপজেলার মানুষের পাশে থাকার চেস্টা ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নানিয়ারচর সেনা জোনের মেজর এস এম রুবাইয়াত হোসাইন, পিএসসি।
গতকাল নানিয়ারচর জোন সুদক্ষ দশের সহযোগিতায় চলমান করোনা পরিস্থিতিতে উপজেলার কর্মহীন ৫০ টি পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামীগ্র বিতরণ কালে তিনি একথা বলেন।
বুধবার (১১ আগষ্ট) নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ কালে উপজেলার অস্বচ্ছল জনগনের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কালে নানিারচর সেনা জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু ডাল, তেল, লবন, পেয়জ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
#