॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে ১২০টি পরিবার কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মোট ২ হাজার চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, জেলা পরিষদ বাস্তবায়নে বিলাইছড়ি উপজেলা ঘাট প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া নিজেই উপস্থিত থেকে এইসব গাছের চারা বিতরণ করেন।
চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুণ বিকাশ চাকমা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মার্মা (আকাশ) ও উপজেলা ছাত্রলীগে সভাপতি উষামং মার্মাসহ আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ। চারাগুলোর মধ্যে ছিলো আম, জাম, লিচু, আমলকী ও মেহগনি চারা।
#
