টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

রাঙ্গামাটি

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্রদে বর্তমানে পানি রয়েছে ৮৮.১২ ফুট মীন সি লেভেল (এম এস এল)। হ্রদে পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আকাশ এখনো দিনের বেশির ভাগ সময় মেঘলা থাকছে। শ্রাবণ মাসের শেষ দিকে আরো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশা করছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বৃষ্টি যত বেশি হবে তত কাপ্তাই হ্রদের পানিতে পরিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করছেন। আর কাপ্তাই হ্রদে পানিতে ভরপুর থাকলেই বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানা গেছে, কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে ৪টি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে রয়েছে। প্রতিটি জেনারেটর থেকে ৩০ মেগাওয়াট হারে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বর্তমানে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্র সুত্রে আরো জানা গেছে, এবারের বর্ষা মৌসুমে পর্যাপ্ত পরিমানে বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায়নি। যে কারণে বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো সম্ভব হয়নি। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। আর তাই বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে।
সুত্র জানায়, কাপ্তাইয়ে মোট ৫টি জেনারেটর রয়েছে। এর মধ্যে ২ নম্বর জেনারেটর বাদে অন্য সব জেনারেটর বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। ২ নম্বর জেনারেটরটি রক্ষণাবেক্ষণের কাজে বর্তমানে বন্ধ রয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে রক্ষনাবেক্ষণ কাজ সম্পন্ন হবে। ৭ দিন পর ২ নম্বর জেনারেটর পরীক্ষামূলক চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন। আর সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকে ২ নম্বর জেনারেটরও বিদ্যুৎ উৎপাদনের জন্য চালু করা যাবে। তখন সবগুলো জেনারেটর একযোগে চালু হলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
এব্যাপারে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মাঝারী ধরনের বৃষ্টিপাত হওয়ার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। এতে বর্তমানে ৫টি জেনারেটরের মধ্যে ৪টি জেনারেটর চলমান রয়েছে। ২ নম্বর জেনারেটরটি রক্ষণাবেক্ষণের কাজে বর্তমানে বন্ধ রয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য চালু করা হবে। আর কাপ্তাই থেকে বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে বলেও তিনি জানান।
#