রাজস্থলীতে হাসপাতাল ও আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

রাঙ্গামাটি

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী ও চন্দ্রঘোনা প্রধান সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার নীচের মাটি সড়ে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়কে যানবাহন চলাচলে যেমন সমস্যা সৃষ্টি হচ্ছে তেমনি পথচারীদের চলাচলেও মরাত্মক ব্যাঘাত হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায় গত কয়েকদিনের থেমে থেমে রাত-দিনে প্রচন্ড বৃষ্টিতে রাস্তার দুই পাশের ড্রেন গুলোতে মাটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল করতে না পারায় রাজস্থলী ও বাঙ্গালহালিয়া প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে রাজস্থলী প্রধান চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজস্থলী আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় রাস্তায় পিচ উঠে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে।
রাস্তার পাশে ড্রেন গুলো ভরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। প্রধান সড়কটি ইতিমধ্যে কাঁদা মাটিতে হাকাকার হয়ে গেছে। এতে করে দৈনিক ছোট ছোট যানবাহন গুলো প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হচ্ছে। শুধু তাই নয় রাজস্থলী- চন্দ্রঘোনা সড়কের অধিকাংশ স্থানের পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই সড়কটিতে মানুষেরা প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজস্থলী -চদ্রঘোনা সড়ককে পুলিশ ক্যাম্প সংলগ্ন,পাবনা টিলা,ছালাম মার্কেট,গাইন্দ্যা স্কুলের পাশে, ইসলামপুর ক্যাম্প সংলগ্ন এলাকা, মোড়ল টিলা, ওগাড়ী পাড়া, চিতা খোলা, গামারী বাগান, ছাইচং ব্রীজ, বড়ইতলা, রাজস্থলী আর্মি ক্যাম্প সংলগ্ন, রাজস্থলী বাস ষ্টেশন এলাকায় অসংখ্য খানাখন্দে ভরা । বেশির ভাগ স্থানে সড়কের পিচ উঠে ইটের খোয়া বের হয়ে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
শফিপুর ছালাম মার্কেট এলাকার বাসিন্দা ও আব্দূর ছালাম গাজী বলেন গত কয়েক দিন ধরে থেমে থেমে টানা বৃষ্টিতে রাজস্থলী – চন্দ্রঘোনা প্রধান সড়কের ছালাম মার্কেটের পাশে যে হারে ভাঙ্গন দেখা দিয়েছে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না গেলে বড় ধরনের দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানান।
বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়কে শতাধিক যাত্রীবাহী, মালামাল ও পাথরবোঝাই যানবাহন চলাচল করছে। সড়কে খানাখন্দ থাকায় প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। প্রধান সড়কটি দিয়ে তিনটি বাজারে কৃষকদের কৃষি মালামাল পরিবহনের সহ চলাচল ঠেগামুখ ট্রানজিট সড়কর নির্মাণ কাজের সামগ্রী পরিবহনের একমাত্র সড়ক। তাই সড়কটি সংস্কার সহ রাস্তার পাশের ধ্বসে যাওয়া স্থান গুলো দ্রুত সংস্কারের দাবি জানান।
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন এর সাথে এই বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন বাঙ্গালহালিয়া থেকে রাজস্থলী পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য টেন্ডারের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে বর্ষার জন্য টিকাদান কাজ ধরতে পারছেন বলে জানান। তবে হাসপাতাল, আর্মি ক্যাম্প সংলগ্ন ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্বানে দ্রুত সংস্কার করা হবে বলে জানান।
রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি উবাচ মারমা বলেন রাজস্থলী-চন্দ্রঘোনা সড়কটি দিয়ে দৈনিক সরকারি বেসরকারি কর্মকর্তারা ও উপজেলায় বিভিন্ন এলাকায় শত শত মানুষ চলাচল করেন। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র সড়ক। এবং কৃষি নির্ভরশীল এই এলাকার মানুষ গুলোর কৃষি মালামাল পরিবহন করে আসছে সড়কটি দিয়ে গত মাস খানিক ধরে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট বড় গর্ত দেখা দেওয়ায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। এবং সড়কর ছালাম মার্কেট, গাইন্দ্যা, ইসলামপুরসহ কয়েকটি স্থানে রাস্তার পাশে মাটি সরে বড় আকারের ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন গুলো সহ রাস্তার দুই পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন গুলো সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান।
#