বঙ্গমাতার জন্মদিনে নানিয়ারচরে আলোচনা সভা ও সেলাই মেশিন/অর্থ বিতরণ

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বঙ্গবন্ধুর প্রতিটি কাজে অনুপ্রেরণা যুগিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কাজ করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। তিনি বলেন, জাতির জনকের পাশে ছায়ার মতো বঙ্গমাতা ছিলেন বলেই স্বাধীনতার সংগ্রামের পর নারীরা মাথা তুলে দাঁড়াতে পেরেছে।
গতকাল নানিয়ারচর উপজেলায় “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীর্ক সহযাত্রী” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা এ কথা বলেন।
নানিয়ারচর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা ধীমান চাকমা সহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৬ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও ৩ নারীর মাঝে নগদ একাউন্ট এর মাধ্যমে অর্থ বিতরণ করা হয়।
#