নানিয়ারচরবাসী প্রধানমন্ত্রী’র উপহার গণটিকার সুফল পেয়েছেন

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
কোভিড নিয়ন্ত্রণে জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উপহার কোভিড এর গণটিকা গ্রহণ করেছেন নানিয়ারচর উপজেলার ২ হাজার ৪০০ জনগন। টিকা গ্রহণ করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নানিয়ারচরবাসী।
নানিয়ারচর সদর ইউনিয়নের সাপমারা জুনিয়র জুনিয়র বিদ্যালয়, সাবেক্ষ্যং ইউনিয়নের মরাচেঙ্গী কমিউনিটি ক্লিনিক, বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি পূনঃবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘিলাছড়ি ইউনিয়নের ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়।
গতকাল প্রতিটি কেন্দ্রে গণটিকা কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে সহযোগিতা করেনরেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ছাত্রলীগ সহ নানিয়ারচর উপজেলার স্বেচ্ছাসেবকদের সহায়তা করেছেন।
কেন্দ্র গুলোতে উৎসব মুখর পরিবেশে উপজাতীয় জনগোষ্ঠী ও বাঙ্গালী জনগোষ্ঠী শেখ হাসিনার উপহার গণটিকা গ্রহণ করছে। এ সময় উপজাতীয় জনগোষ্ঠী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কখনোই ভাবতে পারিনি ঘরের দুয়ারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসেই করোনার টিকা গ্রহণ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশের কারণেই আজ আমরা টিকা গ্রহণ করতে পেরেছি।
গতকাল গণটিকা কার্যক্রম পরিদর্শন করতে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
জেলা প্রশাসক পরিদর্শন কালে তার সাথে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, নানিয়ারচর উপজেলা প্রশাসনের ইউএনও শিউলি রহমান তিন্নী, নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ নূয়েন খীসা।
#