রাঙ্গামাটিতে শুক্রবার করোনা আক্রান্ত ২৪ জন

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে দিন দিন করোনায় বেড়েই চলেছে। গতকাল রাঙ্গামাটিতে ২৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। অন্যদিকে কাপ্তাইয়ে শুক্রবার ও করোনা বৃদ্ধি পেয়েছে। রাঙ্গামাটিতে গতকাল মোট সংক্রামনের হার ছিলো ৪৩.৬৪ শতাংশ।
বৃহস্পতিবার রাঙ্গামাটি পিসিআর ল্যাব ও এন্টিজিনায় ৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের পজেটিভ আসে। আক্রান্ত ২৪ জনের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ২৩ জন ও নানিয়ারচর উপজেলার ১ জন বাসিন্দা রয়েছেন। রাঙ্গামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৭৮ জন। নতুন করে গতকাল ৩০ জন রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে সুস্থ্য হয়েছেন ২,২৭৩ জন। বর্তমানে রাঙ্গামাটিতে চিকিৎসাধীন রয়েছে ৮৭৫ জন। রাঙ্গামাটিতে মোট মারা গেছেন ৩০ জন।
রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসা, করোনা সংক্রামনের হার কমাতে রাঙ্গামাটির জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন।
#