॥ জুরাছড়ি সংবাদদাতা ॥
রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলায় বজ্রপাতে পাঁচটি গরু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় জুরাছড়ি দূর্গম উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের দুর্গম বাদল পড়া (শুকনাছড়ি) গ্রামে।
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধুলকুলছড়া ও পাঁচ পতিমাছড়া জলবায়ু সহনশীল কমিটির সভাপতি সন্তোষ বিকাশ চাকমা তার নিজস্ব এসব গরু নিয়মিত ভাবে গোয়ালে বাঁধে। সন্ধ্যায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৫টি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। ৫টি গরু দাম আনুমানিক ২-৩ লক্ষ টাকা হবে বলে জানা যায়।
গরুর মালিক হতাশাগ্রস্ত হয়ে বলেন, এইসব গরুগুলোকে ছোট থেকে এতদিন বড় করেছি। আমার সবই শেষ। আমি বিশাল ক্ষতিগ্রস্ত হলাম। প্রশাসনের সহযোগিতার অনুরোধ জানান তিনি।
বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে ৫টি গরু বজ্রপাতে মারা গেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
জুরাছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় গোয়ালে থাকা ৫টি গরু মারা গেছে। ৫টি গরু দাম বর্তমানে ৩ লক্ষ টাকা বাজার মূল্য হবে।
জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, সন্ধ্যায় হঠাৎ বজ্রপাতে সন্তোষ বিকাশ চাকমা নামের এক কৃষকের গোয়ালে থাকা পাঁচটি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
