॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।
০৫ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬শত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় সাম্প্রতিক বন্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন এর বিভিন্ন এলাকার ক্ষতিগস্থ জনসাধারণ উপস্থিত হয়ে এই ত্রাণ সহায়তা গ্রহণ করেন। বান্দরবান জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এসময় চাউল, ডাল, তেল, কম্বল, গ্যাসের চুলাসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ত্রান সামগ্রী প্রদান অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপুার আব্দুুল কুদ্দুছ ফরাজী, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শফিউল্লাহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যানে ওয়ান চাক, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজসহ সরকারী বেসরকারি কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন।
ত্রান সামগ্রী প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক বলেই আজ পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে এবং এই উন্নয়নের কাজ সমাপ্ত হলে এর সুফল পাহাড়ের মানুষ ভোগ করতে পারবে। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, আগামী ৭ই আগষ্ট হতে সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে বিনামুল্যে প্রদানকৃত করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, গেল এক সপ্তাহে অতিবৃষ্টি আর পাহাড়ী ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে আর দুদফায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ হয় কয়েক হাজার জনসাধারণ।
#