নানিয়ারচরে দুস্থ পরিবারের মাঝে সেনা সদস্যদের পালিত প্রজননকৃত হাঁসের বাচ্চা বিতরণ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥
নানিয়ারচর উপজেলার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগ নিয়েছেন নাণিয়ারচর সেনা জোন। সেনাবাহিনীর শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজলার দরিদ্র জনগোষ্ঠীর জীবন উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সম্প্রতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিজস্ব নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) সেনা সদস্যদের পালিত প্রযুক্তিতে ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটিয়ে স্থানীয় ৭ দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেন নানিয়ারচর জোন কমান্ডার লে.কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।
বুধবার (৪ আগষ্ট) সকালে নানিয়ারচর জোন গোল ঘরের সামনের দরিদ্র পরিবার সমুহকে স্বাবলম্বী হতে এ সকল হাসের বাচ্চা বিতরণ কালে জোন কমান্ডার বলেন, বর্তমানে করোনাকালে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের অসহায় হয়ে পড়া জনমানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী নিঃস্বার্থ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে আসছে।
#