নানিয়ারচরে জাতীয় শোক দিবস পালন ও গনহারে টিকা প্রদান বিষয়ে সভা

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মুলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় শোকের মাস হিসাবে ৭ আগষ্ট হতে সারাদেশের ন্যায় নানিয়ারচরেও গনহারে করোনা টিকা কার্যক্রম প্রদানের লক্ষ্য প্রস্তুতিমূলক সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা শিউলি রহমান (তিন্নির) সভাপতিত্বে জুম মিটিং এ বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার নূয়েন খীসা, নানিয়ারচর জোন ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষিকা সহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
#