সাপছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শন

রাঙ্গামাটি

প্রধানমন্ত্রীর উপহার যাতে সঠিক ভাবে উপকারভোগীরা বুঝে পায় সে দিকে নজর রাখতে হবে —– মোহাম্মদ মিজানুর রহমান

॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রীর উপহার যাতে সঠিক ভাবে উপকার ভোগীরা বুঝে পায় তার দিকে সকলকে সঠিক ভাবে নজর রাখতে আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, কোন ভাবেই অনিয়ম ও নি¤œমানের ঘর উপকার ভোগীদের বুঝিয়ে দেয়া হবে না। তাই ভালোভাবে ঘর নির্মাণ করতে ঠিকাদারদের প্রতি আহবান জানান।
গতকাল সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন গৃহ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#