মানুষের দূর্যোগ মূহুর্তে আওয়ামীলীগ সব সময় পাশে ছিলো এবং থাকবে —–পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি
॥ বান্দরবান প্রতিনিধি ॥
মানুষের দূর্যোগ মূহুর্তে আওয়ামীলীগ সব সময় পাশে ছিলো এবং বর্তমানেও পাশে আছে। তাই পার্বত্য বান্দরবান জেলায় বন্যা দূর্গতদের জন্য প্রধানমন্ত্রী পর্যাপ্ত খাদ্য শস্য বরাদ্দ দিয়েছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। তিনি বলেন, কারো খাদ্য সংকট দেখা দিলে ৩৩৩ নম্বরে কল দিলেই ঘরে পৌঁছে যাবে প্রয়োজনীয় খাবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে কাউকে না খেয়ে মরতে হবেনা। কোভিড-১৯ ও সাম্প্রতিক সময়ে উপজেলায় প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন পার্বত্য মন্ত্রী।
মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. রেজা রশীদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অরূপ কুমারসহ সরকারি বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা শেষে মন্ত্রী পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাল, তেল, ডাল, লবন, আলু, ৫৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা, বান্দরবান জেলা পরিষদের সহায়তায় ৯০ পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করেন।
পরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খালের দরদরী ইব্রাহিম লিড়ার পাড়া, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা খালের ইয়াংছা বাজার, মাতামুহুরী নদীর সাবেক বিলছড়ি মার্মা পাড়া ও সিলেরতুয়া মার্মা পাড়া এলাকা পরিদর্শন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, আমরা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের পাশে দাঁড়াবো। আমরা চাই না কেউ কষ্টে থাকুক। আর এ করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের স্বাস্থ্য বিধি সবাইকে মেনে চলতে হবে। আপনারা নিজে সচেতন হলে আপনার পরিবার ও আশেপাশের সকল লোকজন নিরাপদ থাকবে। সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে নদী ও খাল পাড় ভাঙ্গন রোধসহ বিধস্ত সড়ক সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে বলেও আশাবাদ প্রকাশ করেন।
এদিকে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, কোভিড১৯ ও লামায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাঠনো প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি বলেন, লামা পৌরসভা থেকে মঙ্গললবার ও বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর এ ত্রাণ দেওয়া হবে। প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ১কেজি লবন, ১কেজি আলু, ১কেজি মসুর ডাল ও ৫০০ গ্রাম সয়াবিন তৈল বিতরণ করা হবে। এ ছাড়া ঢেউটিনসহ বন্যায় যাদের বাড়িঘর ভেঙ্গে গেছে এ রকম ৯০জনকে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ১হাজার জনকে দেওয়া হয়েছে। বুধবার (৪ আগষ্ট) বাকী আরো এক হাজার মানুষকে এই ত্রাণ সহায়তা দেওয়া হবে।
#