দোকানে তালা দিয়ে চাবি নিয়ে গেছে ম্যাজিষ্টেট
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সরকারের কঠোর লকডাউনের বারতম দিনে রাঙ্গামাটিতে চলছে ঢিলে ঢালা ভাবে। তবে রাঙ্গামাটির জনগনকে সচেতন করে তুলতে কঠোর অবস্থানে রয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শহরের প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল থেকে লকডাউন থাকলেও শহরে সিএনজি অটোরিকশা, ব্যাক্তিগত যানবাহন চলাচল করছে। রাঙ্গামাটি লকডাউন সফল করতে জেলা প্রশাসনের ৪টি মোবাইল টিম রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
গতকাল রাঙ্গামাটির বনরূপা এলাকায় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেরা একটি দোকনে তালা লাগিয়ে দিয়ে চাবি নিয়ে যেতে দেখা গেছে।
এদিকে, সরকারি নির্দেশনা অনুযায়ী চলমান লকডাউনে জেলায় জরুরি সেবা ব্যতীত সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান, দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় সকল প্রকার গণপরিবহন বন্ধ রয়েছে।
শহরের দোয়েল চত্বর এলাকা মোবাইল কোর্টের একটি টিম যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে লাইসেন্স চেক করতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া কাউকে যানবাহন চলাচল করতে দিচ্ছে না। কাঁচা বাজার ও মুদি দোকান গুলোতে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, রাঙ্গামাটিতে করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাওয়ায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করলেও মানুষের মাঝে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। এই অবস্থায় রাঙ্গামাটি শহররে আরো বেশী নজরদারী বাড়াতে জেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।
#