পাহাড়ি ঢলে বুড়িঘাটের সড়কে ভেঙ্গে দূর্ভোগে ৪ গ্রামের প্রায় ৩৫০ পরিবার

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ৪ টি গ্রামের মানুষ যাতায়াতে দূর্ভোগ পোহাচ্ছে। ইতিমধ্যে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট থেকে কুকুরমারা সংযোগ সড়কটির অতি বর্ষণের পাহাড়ি ঢলের কারণে ফাটল দেখা দেয়ায় এই দূর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তা ভেঙ্গে যাওয়ায় ৪ টি গ্রামের (নিচপুলি পাড়া), মধ্যপুলি পাড়া, নানাক্রম, বুড়িঘাটসহ ৩৫০ পরিবারের ১ হাজারেরও বেশি মানুষ দূর্ভোগ পোহাচ্ছে।
এলাকা ঘুরে দেখা যায়, সম্প্রতি কয়েক দিনের অতি বর্ষনের ফলে মেঠো সড়কের বিভিন্ন অংশে ফাঠল সহ মাঠি ধ্বসে যাওযায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে মাটি ধ্বসে পড়ায় এলাকায় যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
বর্ষা মৌসুদেম প্রায় (৩০-৪০) মিনিট বৃষ্টিপাত টানা বৃষ্টি হলেই পাহাড়ি ঢলের পানি নেমে এসে বিঘœ ঘটে যাতায়াতে। এসময় এলাকার মানুষ সড়কটি দিয়ে পায়ে হেঁটে যেতে অনেক বেগ পেতে হয়। অনেক সময় পিছলিয়ে পরনের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়।
এলাকাবাসীরা জানান, গত দুই বছর আগে মাটির এই রাস্তা সংস্করণ হলেও বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই মোঠা সড়কটি। নানিয়ারচর সদরসহ অন্যান্য এলাকা গুলোতে যাতায়াতের এই সড়কটি ছাড়া বিকল্প সড়ক নেই। বর্ষা মৌসুমে নিরূপায় হয়ে চলাচল করতে স্থানীয়দের। বয়োবৃদ্ধ ও অসুস্থদের জন্য চলাচলে মারাত্বক ভাবে কঠিন হয়ে দাঁড়ায় চলাচলের।
স্থানীয়রা আরো জানান, বর্তমানে এই সড়কটি মেরামত বা ইট সলিং না করা হলে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সড়কটির কোন চিহ্ন থাকবে না। তাই দ্রুত এই সড়কটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য অংশাইপ্রু জানান, আমাদের এলাকাটি দূর্গম, বর্তমান বৃষ্টিতে খুবই খারাপ অবস্থায় আছে। সদরসহ এলাকা হতে বের হতে যোগাযোগ ব্যবস্থা একমাত্র এই সড়কটি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষরা যদি স্বহৃদয় হয়ে এগিয়ে আসেন তাহলে এলাকাবাসীদের জন্য মঙ্গল হবে এবং দূর্ভোগ থেকে রক্ষা পাবেন।
এ ব্যাপারে নানিয়ারচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) রনি সাহা জানান, আমরা সড়কটির ব্যাপারে জেনেছি এবং বিষয়টি নজরে নিচ্ছি। আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কারের কাজের ব্যবস্থা গ্রহন করছি। এতে করে এলাকাবাসীদের দূর্ভোগ লাঘব হবে বলে তিনি মনে করেন।
নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান প্রগতি চাকমা জানিয়েছেন, বুড়িঘাট ইউনিয়নের ওই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। আগে কিছুটা সড়কটি সংস্কার করা হলেও বাকি সড়কটিও অবশ্য সংস্কারের প্রয়োজন বলে আমি মনে করি। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের প্রতি সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।
তাই স্থানীয় গ্রামবাসিদের দাবী আনুমানিক ৬ কিলোমিটার সড়কটিকে দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করলে অন্ততপক্ষে ৪টি গ্রামের যাতায়াতকারী এক হাজারের বেশি লোকের এ অসুবিধা থেকে কষ্টের লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
#