॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
কঠোর লকডাউনের ১২ তম দিনে এসে গতকাল রাতে নানিয়ারচর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নির নেতৃত্বে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে অভিযান চালিয়ে ৬ টি দোকানীকে জরিমানা করা হয়।
এ সময় অভিযান চালিয়ে দোকান খোলা রাখার দায়ে ব্যবসায়ী ও মাস্ক না পারার দায়ে পথচারীর কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় রা হয়।
গতকাল রাতে উপজেলা সদর বাজার, ডাক বাংলো, ইসলামপুর, বগাছড়ি, ও বৌবাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন নানিয়ারচর থানা এস আই, এবিএম তারেক হোসেন ও এএসাই আলমগীর হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
#